প্রিয়জন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আনু ১০ জানুয়ারি, ২০১৩, ১০:৩০:৪২ রাত
আমি অনেক পেয়েছি, তাই
অনেক কিছু হারাতে চাই
হারাতে চাই কষ্টে পাওয়া
প্রিয়জন,যার জন্যে গাওয়া-
হয় আমার এ নব গান
গান শুনে জূড়াত প্রাণ-
কতরাত।তা শুধু কল্পনায়
অথচ বাস্তবে সত্যি আলপনায়।
আজ পেয়ে হারাতে চাই
কেননা হ্রদয়ে থাকতে চাই-
আমি তার,দেহেতে নয়
যদি সে আমার হয়-
কোন একদিন ।সেদিন হব -
আমি তার ।জড়িয়ে রব-
তাঁর প্রতি কথায় ভাবনায়-
হারিয়ে গিয়ে।যদি আয়নায়-
মুখ দেখে সে একবার
ফিরে আসব সেদিন আবার
অধরের রঞ্জকে তন্বি নয়নে
কাজল হয়ে বিরহী শয়নে।
তাই আমি হারাতে চাই
কেননা পাওয়ার ভাবনা নাই।
আমি অনেক পেয়েছি আবার
হারিয়েছি যে কতবার
তা খেয়াল নেই,তাই
আমি বেঁচে থাকতে চাই
সে স্বচ্ছ অস্বচ্ছতায় মৌনতায়
হারাতে চাই মুগ্ধতায়-বিষণ্ণতায়।
আমি অনেক পেয়েছি, যেমন-
হিসেব দিতে পারবনা তেমন
যদিও;তবুও বলব পেয়েছি
পাইনি হয়ত যা চেয়েছি
তবুও পেয়েছি-পেয়েছি প্রচুর
মানুষের ভালবাসা,পেয়েছি কদর-
দিইনি মূল্য সে ভালবাসার,
সময় যাইনি ফুরে,বিম্বিশার আলো এখনও আছে
তাই বারেবার হারাতে চাই ।
বিষয়: সাহিত্য
৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন